শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরনাম :
**সাংবাদিক শাহিনুর ইসলাম বাবা হয়েছেন মা ও নবজাতক সুস্থ, পরিবারে আনন্দের বন্যা** **দেড়শ বছরের ঐতিহ্যে উচ্ছ্বাসের জোয়ার বড়রিয়ার ঘোড়দৌড় মেলা আলোয়–উল্লাসে ভরপুর** গণফোরামের কেন্দ্রীয় নেতা ও সাধারণ সম্পাদক ডা. মিজানুর রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন জকসু নির্বাচনে শীর্ষ তিন পদেই শিবির-সমর্থিত প্যানেলের সুস্পষ্ট বিজয় মাগুরা মায়ের কৃতি সন্তানের চিরবিদায় — অতিরিক্ত প্রধান তথ্য কর্মকর্তা মুন্সী জালাল উদ্দিন আর নেই দীর্ঘ ১৯ বছর পর বগুড়া যাচ্ছেন তারেক রহমান মাগুরায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে গ্যাস ডিলারকে ১ লাখ টাকা জরিমানা মাগুরার দুই আসনে ১১ প্রার্থীর মনোনয়ন বৈধ, বাতিল ৪ একজন মানুষ নন—বিদায় নিয়েছে একটি যুগ। জীবন, সংগ্রাম ও রাষ্ট্রীয় ইতিহাসে বেগম খালেদা জিয়ার শেষ অধ্যায়। মাগুরা টক লাইভের বিশেষ বিশ্লেষণ। #খালেদা_জিয়া #শেষ_বিদায় #মাগুরা_টক_লাইভ #বাংলাদেশের_ইতিহাস #রাষ্ট্রীয়_শোক আওয়ামী লীগ করেও আওয়ামী লীগের শাসনামলেই নির্যাতনের শিকার—কারাগার থেকেই প্রার্থী বর্তমান চেয়ারম্যান

জকসু নির্বাচনে শীর্ষ তিন পদেই শিবির-সমর্থিত প্যানেলের সুস্পষ্ট বিজয়

মাগুরা টাইমস ডেস্ক

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে শীর্ষ তিনটি গুরুত্বপূর্ণ পদে জয় পেয়েছে ছাত্রশিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেল। নির্বাচন কমিশন ঘোষিত সর্বশেষ তথ্য অনুযায়ী মোট ৩৯টি কেন্দ্রের ফলাফল নিশ্চিত হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করা হয়।
🔹 ভিপি পদে রিয়াজুল ইসলামের জয়
অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী রিয়াজুল ইসলাম ৫ হাজার ৫৫৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল–ছাত্র অধিকার পরিষদ সমর্থিত প্রার্থী একেএম রাকিব পেয়েছেন ৪ হাজার ৬৮৮ ভোট। ব্যবধান—৮৭০ ভোট।
🔹 জিএস পদে বড় ব্যবধানে এগিয়ে আরিফ
জিএস পদে একই প্যানেলের আব্দুল আলিম আরিফ পেয়েছেন ৫ হাজার ৪৭০ ভোট। তার নিকটতম প্রার্থী ঐক্যবদ্ধ নির্ভিক জবিয়ান প্যানেলের খাদিজাতুল কুবরা পেয়েছেন মাত্র ২ হাজার ২০৩ ভোট। ভোটের ব্যবধান—৩ হাজার ২৬৭।
🔹 এজিএস পদেও জয় শিবির-সমর্থিত প্রার্থীর
এজিএস পদে অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের মাসুদ রানা পেয়েছেন ৫ হাজার ০০২ ভোট। আর তার প্রতিদ্বন্দ্বী বিএম আতিকুর তানজিল পেয়েছেন ৩ হাজার ৮৬৮ ভোট। ব্যবধান—১১৩৪ ভোট।
🔸 ভোটার উপস্থিতি
মোট ভোটার: ১৬,৬৪৯ জন
ভোটদান: ৬৫%
হল সংসদে ভোট পড়েছে: ৭৭%
🔸 গণনার সময় প্রযুক্তিগত জটিলতা
ওএমআর মেশিনে গণনার সময় তথ্যে গড়মিল দেখা গেলে কাজ সাময়িকভাবে বন্ধ রাখতে হয়। পরে হাতে গণনার সমন্বয়ে ফল চূড়ান্ত করা হয় বলে জানান নির্বাচন কমিশনার জুলফিকার মাহমুদ।
ক্যাম্পাসে মিশ্র প্রতিক্রিয়া
ফল ঘোষণার পর বিজয়ী প্যানেলের নেতাকর্মীদের উচ্ছ্বাস দেখা গেলেও পরাজিতদের মধ্যে হতাশা ও নীরব প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে।
২০ বছর পর প্রথম জকসু নির্বাচন
বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দুই দশক পর প্রথমবারের মতো জকসু ও হল সংসদের ভোট অনুষ্ঠিত হয় শান্তিপূর্ণ পরিবেশে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ