শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরনাম :
**সাংবাদিক শাহিনুর ইসলাম বাবা হয়েছেন মা ও নবজাতক সুস্থ, পরিবারে আনন্দের বন্যা** **দেড়শ বছরের ঐতিহ্যে উচ্ছ্বাসের জোয়ার বড়রিয়ার ঘোড়দৌড় মেলা আলোয়–উল্লাসে ভরপুর** গণফোরামের কেন্দ্রীয় নেতা ও সাধারণ সম্পাদক ডা. মিজানুর রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন জকসু নির্বাচনে শীর্ষ তিন পদেই শিবির-সমর্থিত প্যানেলের সুস্পষ্ট বিজয় মাগুরা মায়ের কৃতি সন্তানের চিরবিদায় — অতিরিক্ত প্রধান তথ্য কর্মকর্তা মুন্সী জালাল উদ্দিন আর নেই দীর্ঘ ১৯ বছর পর বগুড়া যাচ্ছেন তারেক রহমান মাগুরায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে গ্যাস ডিলারকে ১ লাখ টাকা জরিমানা মাগুরার দুই আসনে ১১ প্রার্থীর মনোনয়ন বৈধ, বাতিল ৪ একজন মানুষ নন—বিদায় নিয়েছে একটি যুগ। জীবন, সংগ্রাম ও রাষ্ট্রীয় ইতিহাসে বেগম খালেদা জিয়ার শেষ অধ্যায়। মাগুরা টক লাইভের বিশেষ বিশ্লেষণ। #খালেদা_জিয়া #শেষ_বিদায় #মাগুরা_টক_লাইভ #বাংলাদেশের_ইতিহাস #রাষ্ট্রীয়_শোক আওয়ামী লীগ করেও আওয়ামী লীগের শাসনামলেই নির্যাতনের শিকার—কারাগার থেকেই প্রার্থী বর্তমান চেয়ারম্যান

মাগুরা মায়ের কৃতি সন্তানের চিরবিদায় — অতিরিক্ত প্রধান তথ্য কর্মকর্তা মুন্সী জালাল উদ্দিন আর নেই

নিজস্ব প্রতিবেদক

নাকোল রাইচরণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন কৃতি ছাত্র, বিদ্যালয়ের অ্যালামনাই এসোসিয়েশনের উপদেষ্টা, “ঢাকার বুকে একখণ্ড মাগুরা” ডিজিটাল প্ল্যাটফর্মের উপদেষ্টা এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত প্রধান তথ্য কর্মকর্তা মুন্সী জালাল উদ্দিন (ব্যাচ ৮৭) ইন্তেকাল করেছেন।
(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
আজ ৭ জানুয়ারি ২০২৬, বুধবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন বলে পারিবারিক সূত্রে জানা যায়।
মরহুমের গ্রামের বাড়ি কমলাপুর মুন্সি পাড়া, নাকোল, শ্রীপুর, মাগুরা।
পিতার নাম: মৃত মুন্সি আবু বকর।
জীবন ও কর্ম
মুন্সী জালাল উদ্দিন ছিলেন অত্যন্ত সৎ, নীরবচারে কাজ করে যাওয়া একজন দক্ষ সরকারি কর্মকর্তা। অতিরিক্ত প্রধান তথ্য কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকালে তিনি তথ্য অধিদপ্তর, সরকারি প্রচার কার্যক্রম, সরকারি তথ্য ব্যবস্থাপনা, গণযোগাযোগ ও আধুনিক ডিজিটাল মিডিয়া ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
তিনি ছিলেন মাগুরার গর্ব—
🔹 একজন সফল প্রশাসনিক কর্মকর্তা
🔹 একজন মানবিক মানুষ
🔹 একজন শিক্ষানুরাগী
🔹 একজন সাংস্কৃতিকমনস্ক ও পরিচ্ছন্ন চরিত্রের ব্যক্তি
এছাড়া নাকোল রাইচরণ মাধ্যমিক বিদ্যালয় ও তাঁর নিজ গ্রাম কমলাপুরের উন্নয়নে তিনি নীরবে বহু অবদান রেখে গেছেন।
ঢাকার বুকে একখণ্ড মাগুরা পরিবারের শোক প্রকাশ
মুন্সী জালাল উদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন—
🔹 প্রতিষ্ঠাতা সভাপতি মির্জা সাইফুর রহমান
🔹 প্রধান সমন্বয়ক ও বিশিষ্ট ব্যবসায়ী জনাব শহিদুল ইসলাম মিঠু
🔹 প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক, সোশ্যাল অ্যাক্টিভিস্ট, সমাজচিন্তক ও সংগঠক শাহিনুর ইসলাম
তারা বলেন—
“মাগুরা মায়ের এক উজ্জ্বল নক্ষত্রকে আমরা হারালাম। তাঁর মতো সৎ, নিরহংকারী ও দায়িত্বশীল মানুষ সমাজে খুব কম পাওয়া যায়।”
বিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষাঙ্গনের শোক
নাকোল রাইচরণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং শিক্ষক পরিষদ গভীর শোক প্রকাশ করেছেন।
প্রধান শিক্ষক বলেন—
“তিনি ছিলেন আমাদের প্রতিষ্ঠানের প্রকৃত গর্ব। তাঁর সাফল্যে আমরা অনুপ্রাণিত হতাম, তাঁর মৃত্যুতে আমরা একটি দিকনির্দেশনামূলক মানুষকে হারালাম।”
বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী ও ব্যাচ–৮৭ এর সহপাঠীরা তাঁকে স্মরণ করেন একজন নিখুঁত, সহৃদয় ও মেধাবী মানুষ হিসেবে।
বিভিন্ন সামাজিক সংগঠন ও স্থানীয়দের শোক প্রকাশ
মরহুমের মৃত্যুতে শোক জানিয়েছেন—
🔸 শ্রীপুর উপজেলা প্রশাসন
🔸 নাকোল ইউনিয়ন পরিষদ
🔸 কমলাপুর গ্রামের সামাজিক উন্নয়ন কমিটি
🔸 মাগুরা প্রেসক্লাব
🔸 শ্রীপুর সাংস্কৃতিক পরিষদ
🔸 বিভিন্ন স্বেচ্ছাসেবী ও যুব সংগঠন
স্থানীয়রা বলেছেন—
“তিনি ছিলেন গ্রামের প্রাণের মানুষ। সাধারণ মানুষের পাশে দাঁড়াতেন বিনা প্রচারণায়।”
জানাযার সময়সূচি
আগামীকাল বৃহস্পতিবার, তার নিজ গ্রাম কমলাপুর মুন্সি বাড়ি মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজায় হাজারো মানুষের উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হবে।
মহান আল্লাহ রাব্বুল আলামিন তার সকল নেক আমল কবুল করুন এবং তাঁকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন।
আমিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ