শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরনাম :
**সাংবাদিক শাহিনুর ইসলাম বাবা হয়েছেন মা ও নবজাতক সুস্থ, পরিবারে আনন্দের বন্যা** **দেড়শ বছরের ঐতিহ্যে উচ্ছ্বাসের জোয়ার বড়রিয়ার ঘোড়দৌড় মেলা আলোয়–উল্লাসে ভরপুর** গণফোরামের কেন্দ্রীয় নেতা ও সাধারণ সম্পাদক ডা. মিজানুর রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন জকসু নির্বাচনে শীর্ষ তিন পদেই শিবির-সমর্থিত প্যানেলের সুস্পষ্ট বিজয় মাগুরা মায়ের কৃতি সন্তানের চিরবিদায় — অতিরিক্ত প্রধান তথ্য কর্মকর্তা মুন্সী জালাল উদ্দিন আর নেই দীর্ঘ ১৯ বছর পর বগুড়া যাচ্ছেন তারেক রহমান মাগুরায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে গ্যাস ডিলারকে ১ লাখ টাকা জরিমানা মাগুরার দুই আসনে ১১ প্রার্থীর মনোনয়ন বৈধ, বাতিল ৪ একজন মানুষ নন—বিদায় নিয়েছে একটি যুগ। জীবন, সংগ্রাম ও রাষ্ট্রীয় ইতিহাসে বেগম খালেদা জিয়ার শেষ অধ্যায়। মাগুরা টক লাইভের বিশেষ বিশ্লেষণ। #খালেদা_জিয়া #শেষ_বিদায় #মাগুরা_টক_লাইভ #বাংলাদেশের_ইতিহাস #রাষ্ট্রীয়_শোক আওয়ামী লীগ করেও আওয়ামী লীগের শাসনামলেই নির্যাতনের শিকার—কারাগার থেকেই প্রার্থী বর্তমান চেয়ারম্যান

মাগুরায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে গ্যাস ডিলারকে ১ লাখ টাকা জরিমানা

তৌহিদ মাগুরা প্রতিনিধি

মাগুরায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ভোক্তা অধিকার লঙ্ঘনের দায়ে একটি গ্যাস ডিলার প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার (৪ জানুয়ারি) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের উদ্যোগে সদর উপজেলার দোহার পাড় এলাকায় এ অভিযান পরিচালিত হয়। দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত পরিচালিত অভিযানে গ্যাস, ভোগ্যপণ্য ও মুদিদোকানসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠান তদারকি করা হয়।
অভিযানকালে দোহার পাড় এলাকায় অবস্থিত মেসার্স জেনারেল গ্যাস হাউজ নামক ডিলার প্রতিষ্ঠানে একাধিক অনিয়মের প্রমাণ পাওয়া যায়। তদন্তে দেখা যায়, সরকার নির্ধারিত খুচরা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের মূল্য ১,২৫৩ টাকা হলেও প্রতিষ্ঠানটি পাইকারি পর্যায়ে ১,৩৩০ থেকে ১,৩৫০ টাকায় গ্যাস বিক্রি করছিল।
এছাড়া প্রতিষ্ঠানটির কাছে শত শত গ্যাস সিলিন্ডার মজুদ থাকলেও কত সংখ্যক সিলিন্ডার মজুদের অনুমতি রয়েছে—সে বিষয়ে কোনো বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হন মালিক। বিভিন্ন কোম্পানির গ্যাস সিলিন্ডার ওজন করে কম পাওয়া যায় বলেও অভিযোগ উঠে। পাশাপাশি অগ্নি নিরাপত্তার জন্য থাকা একমাত্র অগ্নি নির্বাপক যন্ত্রটির মেয়াদ ২০২২ সালেই উত্তীর্ণ হয়েছে।
এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটির মালিক জনাব সৈয়দ খায়রুজ্জামানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ও ৫২ ধারায় ১,০০,০০০ (এক লক্ষ) টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের আইনবিরোধী কার্যক্রম থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।

অভিযানে মোট একটি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার বিরোধী বিভিন্ন অপরাধে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। পরে অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানও তদারকি করা হয়। এ সময় ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়, মূল্যতালিকা প্রদর্শন, স্বাস্থ্যসম্মতভাবে খাদ্য সংরক্ষণ এবং ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব সজল আহম্মেদ। সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. রবিউল ইসলাম এবং মাগুরা জেলা পুলিশের একটি টিম।
জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহম্মেদ।
চাইলে আমি এটিকে অনলাইন পোর্টাল স্টাইল, ফেসবুক নিউজ কার্ড, অথবা সংক্ষিপ্ত ব্রেকিং নিউজ ভার্সন হিসেবেও সাজিয়ে দিতে পারি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ