
মাগুরা-১ আসন থেকে মনোয়ার হোসেন খান এবং মাগুরা-২ আসন থেকে বিএনপির কেন্দ্রীয় নেতা ও ভাইস চেয়ারম্যান সিনিয়ার অ্যাডভোকেট (বাংলাদেশ সুপ্রিম কোর্ট) নিতাই রায় চৌধুরী রিটার্নিং কর্মকর্তার কাছে নিজ নিজ মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র জমা শেষে তারা সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর নেতৃত্বে মাগুরা জেলা বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মনোনয়ন জমা কার্যক্রমে অংশ নেন। জেলা ও উপজেলার বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
মনোনয়নপত্র জমা উপলক্ষে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক বর্ষীয়ান রাজনীতিবিদ আলী আহমেদ, যুগ্ম আহ্বায়ক আখতার হোসেন, যুগ্ম আহবায়ক শাহেদ হাসান টগর,যুগ্ম আহবার মিথুন রায় চৌধুরী, যুগ্ম আহবায় হাসান ইমাম খান সুজা, যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট রোকনুজ্জামান সহ জেলা বিএনপির শীর্ষ ও তৃণমূল নেতৃবৃন্দ।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, মাগুরা বিএনপির এই ঐক্য আরও অনেক আগেই হওয়া উচিত ছিল। রাজনৈতিক মহলের অনেকের অভিমত—দীর্ঘ সময় ধরে বিভক্তির রাজনীতি মাগুরা বিএনপিকে দুর্বল করে রেখেছিল।
এ বিষয়ে বিএনপির এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন,
“মনোয়ার হোসেন খান যদি আগে থেকেই আলি আহমেদ সাহেবের কাছে আসতেন, তাহলে মাগুরায় এই ধরনের বিভাজন সৃষ্টি হতো না। যাই হোক, দেরিতে হলেও অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর নেতৃত্বে আজ মাগুরা বিএনপি ঐক্যবদ্ধ হয়েছে—এটা নিঃসন্দেহে বড় অর্জন।”
এদিকে মাগুরা-২ আসনের আরেক প্রভাবশালী নেতা, বর্ষীয়ান রাজনীতিবিদ ও তিনবারের সংসদ সদস্য জনাব কাজী সালিমুল হক কামাল অভিমান করে রাজনীতি থেকে চিরবিদায় নেওয়ার ঘোষণা দিয়েছেন। তার এই সিদ্ধান্ত স্থানীয় রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, একদিকে মাগুরা বিএনপির সাংগঠনিক ঐক্য, অন্যদিকে কাজী সালিমুল হক কামালের রাজনীতি থেকে সরে দাঁড়ানো—এই দুই ঘটনা মিলিয়ে মাগুরার রাজনৈতিক অঙ্গনে একটি নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে।তৃণমূলের বিএনপির নেতাকর্মীরা অনেকেই মনে করছেন কাজী সালিমুল হক কামাল বর্ষিয়ান রাজনীতিবি এবং তৃণমূলে ব্যাপক জনপ্রিয় এই নেতা নিশ্চয়ই বিএনপিতে আবার ফেরত আসবেন এই প্রত্যাশা ব্যক্ত করছেন।
মনোনয়ন জমা ও সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনকে সামনে রেখে নেতাকর্মীরা আশাবাদ ব্যক্ত করেছেন, ঐক্যবদ্ধ বিএনপি আগামী দিনের রাজনৈতিক লড়াইয়ে মাগুরায় শক্ত অবস্থান গড়ে তুলতে পারবে।