মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০২:০১ অপরাহ্ন
শিরনাম :
বাংলাদেশ ফাইন্যান্সের দৃঢ় অগ্রযাত্রা: চ্যালেঞ্জের মাঝেও ইপিএস প্রবৃদ্ধি ১৬০ শতাংশ মাগুরা জেলা শিক্ষা অফিসারকে বেকায়দায় ফেলতে পরিকল্পিত ষড়যন্ত্র: অভিযুক্ত প্রাক্তন পরিদর্শক ও সহকর্মী মাগুরায় উৎসবমুখর পরিবেশে গণঅধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শুরু হলো প্রথম বিভাগ কাবাডি লীগ শুভ জন্মদিন সবুজ মনের মানুষ মুকিত মজুমদার বাবু “আ.লীগ নির্বাচন করবে না—এ নিয়ে সরকারের ওপর কোনো চাপ নেই: প্রেস সচিবের স্পষ্ট বক্তব্য” মাগুরা জেলা মহিলা দলের উদ্যোগে চাউলিয়া ও আঠারখাদায় উৎসবমুখর মহিলা সমাবেশ অনুষ্ঠিত হবে এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাতা বৃদ্ধি: প্রজ্ঞাপন জারি করেছে সরকার নাকোল রাইচরণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বেআইনি বরখাস্ত — সভাপতির বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও হুমকি প্রদানের অভিযোগ! মাগুরায় প্রথম বিভাগ কাবাডি ও ক্রিকেট লীগ আয়োজনে প্রস্তুতি চূড়ান্ত — অনুষ্ঠিত হলো ‘মিট দ্য প্রেস’

শুভ জন্মদিন সবুজ মনের মানুষ মুকিত মজুমদার বাবু

মাগুরা টাইমস ডেস্ক

আজ ২৫ অক্টোবর সারাদিনব্যাপী নানা আয়োজনে উদযাপিত হচ্ছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান, চ্যানেল আই ও ইমপ্রেস গ্রুপের পরিচালক মুকিত মজুমদার বাবুর জন্মদিন।

তিনি শুধু একজন সফল উদ্যোক্তা নন — তিনি প্রকৃতির কবি, সবুজের দার্শনিক এবং পরিবেশ আন্দোলনের অগ্রদূত।

শেকড়ে গ্রামীণ ভালোবাসা

 

মুকিত মজুমদার বাবুর জন্ম ঢাকায়, কিন্তু বেড়ে ওঠা প্রকৃতির কোলে।

তাঁর পিতা ছিলেন সফল ব্যবসায়ী, যিনি বাসাবোর বাড়িতে সৃষ্টি করেছিলেন এক টুকরো গ্রামবাংলা।
চারপাশে আম, কাঁঠাল, নারকেল, পেয়ারা, শিউলি আর নানা ফুল-ফলের গাছ,
আঙিনায় খরগোশ, গরু, ছাগল, কবুতর, হাঁস-মুরগির চারণভূমি—
এক কথায় প্রকৃতির মমতায় গড়া এক পরিবেশ।

বাড়ির পাশের ঝিলে ছোট্ট মুকিত কখনও নৌকা বেয়ে বেরিয়েছেন,
কখনও জাল বা পলো হাতে মাছ ধরেছেন।
তিনি বলেন,

“আমার বাবার মতো আমিও প্রকৃতিকে ভালোবাসি।
আমার আম্মাও গাছপালা ও প্রাণীদের প্রতি অসীম মমতা রাখতেন।”

এই শৈশবের প্রকৃতির সান্নিধ্যই তাঁকে গড়ে তুলেছে আজকের প্রকৃতিপ্রেমী মানুষে।

মুক্তিযুদ্ধ ও জীবনের সূচনা

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ছাত্রাবস্থায় সরাসরি অংশগ্রহণ করেন মুকিত মজুমদার বাবু।
স্বাধীনতার পর উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে পড়াশোনা করেন।
দেশে ফিরে যুক্ত হন গণমাধ্যম ও ব্যবসা জগতে,
তবে তাঁর হৃদয়ের কেন্দ্রবিন্দুতে ছিল প্রকৃতি ও মানুষ

ব্যবসা ও গণমাধ্যমে ভূমিকা

তিনি বাংলাদেশের শীর্ষ শিল্পগোষ্ঠী ইমপ্রেস গ্রুপ ও চ্যানেল আই-এর পরিচালক।
তাঁর নেতৃত্বে চ্যানেল আই পরিবেশ, কৃষি, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক অনুষ্ঠানে পথিকৃৎ ভূমিকা রাখছে।
তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন —

“গণমাধ্যমের দায়িত্ব শুধু খবর প্রচার নয়, মানুষ ও প্রকৃতির মধ্যে সম্পর্ক জাগিয়ে তোলা।

প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন

২০০৯ সালে তিনি প্রতিষ্ঠা করেন “প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন”,
যা বন্যপ্রাণী সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, জীববৈচিত্র্য রক্ষা ও পরিবেশ শিক্ষায় কাজ করছে।

চ্যানেল আই-তে প্রচারিত তাঁর জনপ্রিয় অনুষ্ঠান “প্রকৃতি ও জীবন”
দেশের কোটি মানুষের মাঝে পরিবেশচেতনা ছড়িয়ে দিয়েছে।

প্রকৃতি ও জীবন ক্লাব

ফাউন্ডেশনের পাশাপাশি তিনি গঠন করেছেন “প্রকৃতি ও জীবন ক্লাব”,
যা বর্তমানে বাংলাদেশের ৬৪টি জেলায় সক্রিয়ভাবে কাজ করছে।

এই ক্লাব স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের

গাছ লাগানো, পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং প্রকৃতিপ্রেমে উদ্বুদ্ধ করার কাজ করছে।
শিক্ষার্থীরা আনন্দের সঙ্গে গাছ লাগায়, যত্ন নেয় এবং প্রকৃতির প্রতি দায়িত্ববোধ শিখে।

মুকিত মজুমদার বাবুর ভাষায় —
“প্রকৃতি ও জীবন ক্লাব হলো সবুজ বাংলাদেশের প্রাণশক্তি।
প্রতিটি ছাত্র-ছাত্রী যদি একটি করে গাছ লাগায়, তাহলেই প্রকৃতি বাঁচবে, দেশ বাঁচবে।”

প্রকৃতি ও জীবন মিউজিক ক্লাব

তিনি সৃষ্টিশীলতার মাধ্যমে প্রকৃতি প্রেমকে ছড়িয়ে দিয়েছেন সংগীতে।
প্রকৃতি ও জীবন মিউজিক ক্লাব দেশের হারিয়ে যাওয়া প্রকৃতি-নির্ভর গানগুলো পুনরুজ্জীবিত করছে।
এখানে গাওয়া হয় গাছ, নদী, মাটি, পশু-পাখি ও মানুষের ভালোবাসার গান।
তরুণ শিল্পীরা তাঁর অনুপ্রেরণায় নতুন নতুন প্রকৃতি বিষয়ক গান তৈরি করছে,
যা ছড়িয়ে পড়ছে মানুষের হৃদয়ে সবুজের আহ্বান হয়ে।

প্রকৃতি ও জীবন স্বাস্থ্য ক্লাব

মানবসেবায়ও তিনি অগ্রণী।
প্রকৃতি ও জীবন স্বাস্থ্য ক্লাব চরাঞ্চল ও দুর্গম এলাকার গরিব, দুঃখী ও খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়িয়েছে।
বিনামূল্যে চিকিৎসা, ওষুধ বিতরণ, কম্বল প্রদান ও স্বাস্থ্য সচেতনতা কার্যক্রমের মাধ্যমে
তাঁরা মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

তিনি বলেন —

ক্ষমতার সঙ্গে মমতা মিশিয়ে, ভালোবাসা দিয়ে কাজ করতে হবে।
প্রকৃতি ও মানুষের যত্ন নিলেই সমাজটা সুন্দর হবে।”

প্রকৃতি পদক ও সম্মাননা

প্রতি বছর প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন থেকে একজন প্রকৃতিপ্রেমীকে দেওয়া হয় “প্রকৃতি পদক”,
যা দেশের পরিবেশবান্ধব নাগরিক সম্মাননার এক অনন্য উদাহরণ।

জন্মদিনের দিনজুড়ে উৎসব ও অনুভব

আজ সারাদিনব্যাপী নানা আয়োজনে উদযাপিত হচ্ছে তাঁর জন্মদিন।
চ্যানেল আই প্রাঙ্গণ থেকে শুরু করে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন ও মিউজিক ক্লাব পর্যন্ত
চলছে শুভেচ্ছা, ভালোবাসা আর সবুজের উচ্ছ্বাস।

ফুলে, গানে, বৃক্ষরোপণে ও প্রাকৃতিক পরিবেশে কেটে যাচ্ছে তাঁর দিনটি।
এই বিশেষ দিনে মুকিত মজুমদার বাবু আবেগভরে বলেন —

“আজ মনে পড়ছে আমার ভাই-বোনদের কথা, যারা দেশে নেই কিন্তু হৃদয়ে আছে।
আর মনে পড়ছে আমার বাবা-মায়ের সেই ভালোবাসায় ভরা প্রকৃতির ঘর।”

দিনভর চলছে বৃক্ষরোপণ, প্রকৃতির গান, কবিতা পাঠ ও শুভেচ্ছা বিনিময়।

সব মিলিয়ে দিনটি হয়ে উঠেছে এক সত্যিকারের সবুজ উৎসব।

অনুপ্রেরণার প্রতীক

দেশ-বিদেশে তিনি আজ পরিচিত একজন প্রকৃতিপ্রেমী, পরিবেশযোদ্ধা ও অনুপ্রেরণার প্রতীক হিসেবে।
তাঁর জীবনদর্শন—

“প্রকৃতিকে ভালোবাসো, প্রকৃতি তোমায় বাঁচিয়ে রাখবে।”

শুভ জন্মদিন

দেশ, মানুষ ও প্রকৃতির প্রতি তাঁর ভালোবাসা হোক আমাদের প্রেরণা।
শুভ জন্মদিন মুকিত মজুমদার বাবু —
থাকুন সবুজে, থাকুন আলোয়, থাকুন বাংলাদেশকে অনুপ্রাণিত করার পথে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ