
নির্বাচনে আ.লীগের অংশগ্রহণ ও বিদেশি চাপ প্রসঙ্গে যা বললেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব
আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ প্রসঙ্গে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, “নির্বাচন কমিশন বারবার জানিয়েছে—আওয়ামী লীগ অংশ নিতে পারবে না। এ নিয়ে সরকারের ওপর কোনো দেশি বা বিদেশি চাপ নেই। বরং আন্তর্জাতিক মহল অবাক—জুলাই আন্দোলনে ব্যাপক হত্যাযজ্ঞের পরও তারা অনুতপ্ত নয়।”
শুক্রবার সকালে মাগুরা শহরের পারনান্দুয়ালি এলাকার নবগঙ্গা পার্কে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
প্রেস সচিব আরও বলেন, “আগামী ফেব্রুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে দেশের সব রাজনৈতিক দল এখন একই অবস্থানে রয়েছে। এবারের ভোটে জনগণ উৎসাহের সঙ্গে অংশ নেবে, কারণ অতীতে তারা ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল।”
তিনি দাবি করেন, “গত ১৫ বছরে দেশে প্রায় ১০ থেকে ১৫ হাজার নির্বাচন অনুষ্ঠিত হলেও বেশিরভাগই ছিল অনিয়মে ভরা। প্রতিটি নির্বাচনে ব্যাপক ভোটচুরি হয়েছে। তখনকার এমপিরা ঘুষ খেতেন, ঠিকাদারি নিতেন, প্রার্থী নির্বাচন ও পদ বণ্টন হতো টাকার বিনিময়ে।”
ইতিহাসের উদাহরণ টেনে তিনি বলেন, “১৭৯২ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি পার্মানেন্ট সেটেলমেন্টের মাধ্যমে দেশকে জমিদারদের হাতে তুলে দিয়েছিল। আগের সরকারগুলোও একরকম জমিদারি ব্যবস্থা চালু করেছিল—যাকে খুশি, যেখানে খুশি বসিয়ে দিয়েছে।”
আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে জানিয়ে শফিকুল আলম বলেন, “এটি বাংলাদেশের ইতিহাসের অন্যতম শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে।”
এর আগে তিনি জুলাই স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক আবদুল কাদের ও আরডিসি উম্মে তাহমিনা মিতু উপস্থিত ছিলেন।