মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০২:০১ অপরাহ্ন
শিরনাম :
বাংলাদেশ ফাইন্যান্সের দৃঢ় অগ্রযাত্রা: চ্যালেঞ্জের মাঝেও ইপিএস প্রবৃদ্ধি ১৬০ শতাংশ মাগুরা জেলা শিক্ষা অফিসারকে বেকায়দায় ফেলতে পরিকল্পিত ষড়যন্ত্র: অভিযুক্ত প্রাক্তন পরিদর্শক ও সহকর্মী মাগুরায় উৎসবমুখর পরিবেশে গণঅধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শুরু হলো প্রথম বিভাগ কাবাডি লীগ শুভ জন্মদিন সবুজ মনের মানুষ মুকিত মজুমদার বাবু “আ.লীগ নির্বাচন করবে না—এ নিয়ে সরকারের ওপর কোনো চাপ নেই: প্রেস সচিবের স্পষ্ট বক্তব্য” মাগুরা জেলা মহিলা দলের উদ্যোগে চাউলিয়া ও আঠারখাদায় উৎসবমুখর মহিলা সমাবেশ অনুষ্ঠিত হবে এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাতা বৃদ্ধি: প্রজ্ঞাপন জারি করেছে সরকার নাকোল রাইচরণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বেআইনি বরখাস্ত — সভাপতির বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও হুমকি প্রদানের অভিযোগ! মাগুরায় প্রথম বিভাগ কাবাডি ও ক্রিকেট লীগ আয়োজনে প্রস্তুতি চূড়ান্ত — অনুষ্ঠিত হলো ‘মিট দ্য প্রেস’

“আ.লীগ নির্বাচন করবে না—এ নিয়ে সরকারের ওপর কোনো চাপ নেই: প্রেস সচিবের স্পষ্ট বক্তব্য”

তৌহিদ মাগুরা প্রতিনিধি

নির্বাচনে আ.লীগের অংশগ্রহণ ও বিদেশি চাপ প্রসঙ্গে যা বললেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব

আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ প্রসঙ্গে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, “নির্বাচন কমিশন বারবার জানিয়েছে—আওয়ামী লীগ অংশ নিতে পারবে না। এ নিয়ে সরকারের ওপর কোনো দেশি বা বিদেশি চাপ নেই। বরং আন্তর্জাতিক মহল অবাক—জুলাই আন্দোলনে ব্যাপক হত্যাযজ্ঞের পরও তারা অনুতপ্ত নয়।”

শুক্রবার সকালে মাগুরা শহরের পারনান্দুয়ালি এলাকার নবগঙ্গা পার্কে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

প্রেস সচিব আরও বলেন, “আগামী ফেব্রুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে দেশের সব রাজনৈতিক দল এখন একই অবস্থানে রয়েছে। এবারের ভোটে জনগণ উৎসাহের সঙ্গে অংশ নেবে, কারণ অতীতে তারা ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল।”

তিনি দাবি করেন, “গত ১৫ বছরে দেশে প্রায় ১০ থেকে ১৫ হাজার নির্বাচন অনুষ্ঠিত হলেও বেশিরভাগই ছিল অনিয়মে ভরা। প্রতিটি নির্বাচনে ব্যাপক ভোটচুরি হয়েছে। তখনকার এমপিরা ঘুষ খেতেন, ঠিকাদারি নিতেন, প্রার্থী নির্বাচন ও পদ বণ্টন হতো টাকার বিনিময়ে।”

ইতিহাসের উদাহরণ টেনে তিনি বলেন, “১৭৯২ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি পার্মানেন্ট সেটেলমেন্টের মাধ্যমে দেশকে জমিদারদের হাতে তুলে দিয়েছিল। আগের সরকারগুলোও একরকম জমিদারি ব্যবস্থা চালু করেছিল—যাকে খুশি, যেখানে খুশি বসিয়ে দিয়েছে।”

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে জানিয়ে শফিকুল আলম বলেন, “এটি বাংলাদেশের ইতিহাসের অন্যতম শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে।”

এর আগে তিনি জুলাই স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক আবদুল কাদের ও আরডিসি উম্মে তাহমিনা মিতু উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ