
মাগুরা পৌরসভায় বিএনপির বহুল প্রতীক্ষিত দ্বিবার্ষিক কাউন্সিল–২০২৫ উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। বুধবার ৮ অক্টোবর বিকাল ০৩ টায় মাগুরা আদর্শ কলেজ প্রাঙ্গণে ভোটগ্রহণ শুরু হয়ে চলে সন্ধ্যা ০৬টা পর্যন্ত। পৌরসভার নয়টি ওয়ার্ডের মোট ৬৩৫ জন কাউন্সিলর এই নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
দলীয় নেতাকর্মীদের প্রাণবন্ত অংশগ্রহণ ও শ্লোগানে পুরো প্রাঙ্গণ পরিণত হয় উৎসবে। ভোটগ্রহণ শেষে রাতে ফলাফল ঘোষণা করা হলে উপস্থিত নেতাকর্মীরা উল্লাসে ফেটে পড়েন।

ফলাফল:
সভাপতি পদে মাসুদ হাসান খান কিজিল (আনারস প্রতীক) ৩৬০ ভোট পেয়ে বিজয়ী।
নিকটতম প্রতিদ্বন্দ্বী আশরাফুল ইসলাম (মোটরসাইকেল প্রতীক) ২৭১ ভোট পান, ৪ ভোট বাতিল হয়।

সাধারণ সম্পাদক পদে মুন্সী আঞ্জুম হাসান সুমন (চেয়ার প্রতীক) ২৭৯ ভোটে বিজয়ী।
নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. ফরিদ হাসান খান (কাপ-পিরিচ প্রতীক) পান ১৭৭ ভোট।
সাংগঠনিক সম্পাদক–১ পদে কাজী মাজহারুল হক উৎপল (ঘুড়ি প্রতীক) ১৮৭ ভোট পেয়ে নির্বাচিত।
সাংগঠনিক সম্পাদক–২ পদে মো. উজ্জ্বল হোসাইন (টিউবওয়েল প্রতীক) ১৬৮ ভোট পান।
নির্বাচন পরিচালনা করেন মাগুরা আদর্শ কলেজের শিক্ষকবৃন্দ। প্রিজাইডিং অফিসার ছিলেন মো. শাহাজাহান মৃধা বাবলু, সহকারী প্রিজাইডিং অফিসার মো. কবিরুল বাশার। সারাদিনের ভোটগ্রহণ প্রক্রিয়া তদারক করেন বিএনপির জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
ফলাফল ঘোষণার পর জেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন খান বলেন,“এই নির্বাচন প্রমাণ করে বিএনপির তৃণমূল কর্মীরা এখনো গণতান্ত্রিক পদ্ধতি পছন্দ করে। আজকের নির্বাচনে তৃণমূল কর্মীদের মাঝে নতুন কর্ম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।”
দিনভর নেতাকর্মীদের ভিড়, শ্লোগান ও আনন্দ মিছিলের মধ্য দিয়ে পুরো এলাকায় তৈরি হয় প্রাণবন্ত রাজনৈতিক আবহ।
কিজিল–সুমন–উৎপল নেতৃত্ব নির্বাচিত হওয়ায় দলীয় নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস ও খুশীর জোয়ার প্রবাহমান।
মাগুরা জেলা বিএনপির আহবায়ক জনাব আলী আহমেদ এক ফেসবুক বার্তায় বিজয়ীদের অভিনন্দন জানিয়ে বলেন,
“এই নির্বাচন গণতন্ত্রের পথ সুদূর করেছে এবং তৃণমূল থেকে উঠে এসেছে নেতৃত্ব। ভোটাররা তাদের পছন্দের নেতাকে বেছে নিয়েছেন।”

মাগুরা টক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে:সাধারণ দর্শক ও বিশ্লেষকরা বলেছেন, মাগুরায় এই প্রথম মাগুরা টক ও মাগুরা টাইমস ২৪ যে নির্বাচন নিয়ে দুই দিনব্যাপী ধারাবাহিক অনুষ্ঠান করেছে, তা জনগণের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
এস এইচ মিডিয়া অনলাইনের পরিচালক সাংবাদিক শাহিনুর ইসলাম বলেন,“আমি দীর্ঘদিন ধরে জাতীয় নির্বাচনসহ নানা পর্যায়ের নির্বাচন নিয়ে কাজ করছি। আমার ঘোষণা ছিল—মাগুরার প্রতিটি নির্বাচনের প্রার্থীদের জনগণের সামনে আনতে হবে, জবাবদিহিতার আওতায় আনতে হবে, আর মানুষের মাঝে উপস্থাপন করতে হবে। হয়তো আমার এই ক্ষুদ্র প্রয়াস কিছুটা হলেও সার্থক হয়েছে।”
অভিনন্দন বার্তা (এস এইচ মিডিয়া অনলাইন পরিবার):
মাগুরা পৌর বিএনপি কাউন্সিল নির্বাচন–২০২৫-এ
সভাপতি পদে মাসুদ হাসান খান কিজিল,
সাধারণ সম্পাদক পদে মুন্সী আঞ্জুম হাসান সুমন,
সাংগঠনিক সম্পাদক পদে কাজী মাজহারুল হক উৎপল ও মো. উজ্জ্বল হোসাইনকে
এস এইচ মিডিয়া অনলাইন পরিবার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছে।
আপনাদের এই বিজয় মাগুরা পৌর বিএনপির ঐক্য, ত্যাগ ও গণতান্ত্রিক নেতৃত্বের উজ্জ্বল প্রতিফলন। আপনাদের নেতৃত্বে দল আরও সংগঠিত, শক্তিশালী ও জনমুখী হোক—এই প্রত্যাশা রইল।