মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০২:০১ অপরাহ্ন
শিরনাম :
বাংলাদেশ ফাইন্যান্সের দৃঢ় অগ্রযাত্রা: চ্যালেঞ্জের মাঝেও ইপিএস প্রবৃদ্ধি ১৬০ শতাংশ মাগুরা জেলা শিক্ষা অফিসারকে বেকায়দায় ফেলতে পরিকল্পিত ষড়যন্ত্র: অভিযুক্ত প্রাক্তন পরিদর্শক ও সহকর্মী মাগুরায় উৎসবমুখর পরিবেশে গণঅধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শুরু হলো প্রথম বিভাগ কাবাডি লীগ শুভ জন্মদিন সবুজ মনের মানুষ মুকিত মজুমদার বাবু “আ.লীগ নির্বাচন করবে না—এ নিয়ে সরকারের ওপর কোনো চাপ নেই: প্রেস সচিবের স্পষ্ট বক্তব্য” মাগুরা জেলা মহিলা দলের উদ্যোগে চাউলিয়া ও আঠারখাদায় উৎসবমুখর মহিলা সমাবেশ অনুষ্ঠিত হবে এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাতা বৃদ্ধি: প্রজ্ঞাপন জারি করেছে সরকার নাকোল রাইচরণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বেআইনি বরখাস্ত — সভাপতির বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও হুমকি প্রদানের অভিযোগ! মাগুরায় প্রথম বিভাগ কাবাডি ও ক্রিকেট লীগ আয়োজনে প্রস্তুতি চূড়ান্ত — অনুষ্ঠিত হলো ‘মিট দ্য প্রেস’

রাষ্ট্রের দায়িত্ব কোথায়? দুর্গাপূজার নিরাপত্তা কেন এখনো রাজনৈতিক কমিটির উপর নির্ভরশীল!”

নিজস্ব প্রতিবেদক

সচেতন নাগরিকের প্রশ্ন—কবে আসবে প্রকৃত আস্থার রাষ্ট্র?”

সেপ্টেম্বর ২৯, ২০২৫ │ মঙ্গলবার
ফেসবুক ওয়াল থেকে: মো: কায়সার হামিদ লোভন
ম্যানেজিং ডিরেক্টর ও সিইও, বাংলাদেশ ফাইনান্স

 

বাংলাদেশে শারদীয় দুর্গাপূজা ঘিরে পাড়ায়–গ্রামে বিভিন্ন রাজনৈতিক দলের যুব, ছাত্র ও স্বেচ্ছাসেবক সংগঠনের নেতাকর্মীরা নিরাপত্তা কমিটি গঠন করেছেন। উদ্দেশ্য একটাই—উৎসব যেন নির্বিঘ্নে উদযাপিত হয়।

তবে এ চিত্র একেবারেই নতুন নয়; বিগত দশকেও একইভাবে পূজা নিরাপত্তায় রাজনৈতিকভাবে গঠিত কমিটির ভূমিকা দেখা গেছে। পার্থক্য শুধু এই যে, সময়ে সময়ে কমিটির সদস্যরা বদলে গেছেন। যারা একসময় দায়িত্বে ছিলেন, তারা আজ আর সক্রিয় নন; আবার যারা আজ এগিয়ে এসেছেন, তারা আগে তেমন যুক্ত ছিলেন না।

এ বাস্তবতা গভীর সংকটের ইঙ্গিত দেয়। কারণ পূজা নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব হলেও কেন সাধারণ নাগরিকদের রাজনৈতিকভাবে সংগঠিত হয়ে সেই ভূমিকা পালন করতে হচ্ছে—এটাই বড় প্রশ্ন।

মূল কারণগুলো হলো—

রাষ্ট্রযন্ত্রের ব্যর্থতা: আইনশৃঙ্খলা বাহিনী নিরপেক্ষভাবে কাজ না করে রাজনৈতিক প্রভাবে ব্যবহৃত হয়।

রাজনীতির প্রভাব বিস্তার: নিরাপত্তা ব্যবস্থা রাজনৈতিক প্রচারের অংশে পরিণত হয়েছে। 

আস্থার ঘাটতি: সংখ্যালঘুরা জানেন কেবল রাষ্ট্রের উপর নির্ভরশীল হলে ঝুঁকি থেকে যায়।

ফলাফল হলো, ধর্মীয় নিরাপত্তা এখনো রাজনৈতিক সদিচ্ছা ও দলীয় উদ্যোগের উপর নির্ভরশীল।

মো: কায়সার হামিদ লোভনের বক্তব্য মাগুরা টাইমস ২৪–কে তিনি জানান:

“আমি ফেসবুকে লিখি কারণ আমি একজন সচেতন ব্যক্তি। দেশের জন্য, সমাজের জন্য ভাবি। এই বাংলাদেশটাকে আমি ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি, এলাকার মানুষকে ভালোবাসি। একজন রাজনৈতিক সচেতন মানুষ হিসেবে আমার চোখ দিয়ে আমি দেখি—এখনো কেন সনাতন ভাইবোনদের নিরাপত্তা দিতে হবে কোনো রাজনৈতিক দলের? এটা রাষ্ট্রের দায়িত্ব, কোনো রাজনৈতিক সংগঠনের নয়।”

তিনি আরও বলেন—
“সত্যিকারের পরিবর্তন তখনই আসবে, যখন কোনো পূজা, ঈদ জামাত কিংবা বড় ধর্মীয় অনুষ্ঠানের নিরাপত্তার জন্য রাজনৈতিক কমিটির প্রয়োজন হবে না—রাষ্ট্র নিজেই সেই আস্থার জায়গা তৈরি করবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ